জলবায়ু ক্ষতিপূরণে প্রান্তিক দেশগুলোর প্রয়োজন প্রায় ৬ লাখ কোটি ডলার
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণে প্রান্তিক দেশগুলোর প্রতিবছর প্রয়োজন প্রায় ৬ লাখ কোটি ডলার। যা দিতে গড়িমসি করছে বিশ্ব মোড়লরা। যতটুকু প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তাও ছাড়ের ক্ষেত্রে নেই কোনো অগ্রগতি। এছাড়া এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, চীনের মত দেশের রাষ্ট্রপ্রধানরা না আসায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলো না আসায় প্রতিশ্রুত অর্থ ছাড় ব্যাহত হতে পারে।