বাজে পারফরম্যান্সের জেরে জাতীয় দলকে নিষিদ্ধ করলো গ্যাবন সরকার
আফ্রিকান নেশন্স কাপে বাজে পারফরম্যান্সের জেরে পুরো জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস দেজিরে মামবুলা। একইসঙ্গে কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছেন তিনি। আলাদাভাবে নিষিদ্ধ করা হয়েছে দুই অভিজ্ঞ ফুটবলার পিয়েরে এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে।