টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সিলেটের ৫ উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি প্রায় ৪ লাখের বেশি মানুষ। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। তবে দেখা দিয়েছে খাদ্য সংকট। বৃষ্টি অব্যাহত থাকলে এবারের বন্যা ২০২২ এর চেয়ে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের।