ভৈরবে মেঘনা নদীতে ভাঙন, গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে ঝুঁকি
ভৈরবে মেঘনা নদীতে কেপিআই এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদী ভাঙনের ফলে মেঘনা নদীর তীরবর্তী এলাকার অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। বসত-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ায় অনেকেই গৃহ ও কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাপক ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের।