এক মাসে বান্দরবান শহরের গাছ থেকে ১০ হাজার পেরেক অপসারণের ঘোষণা
বান্দরবানের বিভিন্ন স্থান থেকে গাছের সুরক্ষায় প্রায় ১০ হাজার পেরেক অপসারণের টার্গেট নিয়ে প্রথম দিনে দু’টি বটগাছসহ বিভিন্ন প্রজাতির ১০টি গাছ থেকে ৩০০টি পেরেক তুলে মাসব্যাপী গাছের পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।