কবি নজরুল কলেজে প্রথমবার বিজ্ঞান মেলার আয়োজন
'বিজ্ঞান চর্চা করি, বিশ্বকে হাতের মুঠোয় রাখি' প্রতিপাদ্যকে সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজে প্রথমবারের মতো জাঁকজমকভাবে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেলায় ছয়টি বিভাগের ২০টি স্টল অংশগ্রহণ করে। এছাড়াও খিলগাঁও সরকারি কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।