তীব্র তাপপ্রবাহে দুশ্চিন্তায় খামারিরা, কমছে দুধ-মাংস উৎপাদন
তীব্র গরমে গবাদিপশুর চামড়ায় ক্ষত সৃষ্টি হচ্ছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। আর লালন-পালনে খরচ বাড়লেও দুধ ও মাংসের উৎপাদন কমছে। কোরবানির আগে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা।