শিরোপা জেতার লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক-সমর্থকরাও চাইছেন, নাজমুল হোসেন শান্তর হাতেই ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন, বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ।