ক্যালিফোর্নিয়া-অঙ্গরাজ্যে
লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা
লস অ্যাঞ্জেলেসে ভয়ংকর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আসরে গলফের ভেন্যু রিভেইরা কান্ট্রি ক্লাব, বিএমএক্সসহ কয়েকটি ভেন্যু অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অ খারাপ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ২০২৮ সালে গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে শহরটিকে আলাদাভাবে তুলে ধরার পরিকল্পনা আছে বলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ৫
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস শহরে। এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানি। ৪টি আলাদা দাবানলে পুড়েছে হাজারের বেশি স্থাপনা ও কয়েক হাজার একর বনাঞ্চল ও জনপদ। শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। পানির সংকট ও তীব্র বাতাসে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ জো বাইডেনের।