ষষ্ঠ প্রজন্মের নিশান জিটি-আর থিমের জি-শক ডিজিটাল ওয়াচ তৈরির জন্য নিশান জাপানের সঙ্গে নতুন চুক্তি করেছে ক্যাসিও। সম্প্রতি নিশান জাপান এক ঘোষণায় এ কথা জানিয়েছে বলে গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।