মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
ড্রাগ কার্টেলের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সম্পৃক্ততার অভিযোগ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত ‘কার্টেল দে লস সোলস’-এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যদিও কথিত এ অভিযোগের ভিত্তিতেই দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।