হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন আর কামালার ছিটকে পড়ার কারণ কী?
ঠিক কি কারণে হোয়াইট হাউজে আবারও ট্রাম্পের প্রত্যাবর্তন হলো? আর কামালা এভাবে ছিটকে পড়লেন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার ভোট দেয়ার ক্ষেত্রে মার্কিন ভোটাররা গুরুত্ব দিয়েছেন দেশের অর্থনীতিকে। দেশের অর্থনীতিকে আগের অবস্থায় নিয়ে যেতে কামালার ওপর কোনভাবেই ভরসা করতে পারেননি মার্কিনিরা। ফলশ্রুতিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বসছেন হোয়াইট হাউজে।
ঐতিহ্য মেনেই প্রথম ভোট দিয়েছেন ডিক্সভিল নচের বাসিন্দারা
সমান ভোট ট্রাম্প-কামালার
রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট শহর ডিক্সভিল নচের বাসিন্দারা। ৫ নভেম্বর প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন শহরের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ছয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে ঘোষিত ফলে সমান তিনটি করে ভোট পেয়েছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যদিও রিপাবলিকান রেজিস্টার্ড ভোটার ছিলেন চার জন।