সৈয়দপুরে জমজমাট পুরাতন কাপড়ের বাজার: ১০ টাকায় শীতবস্ত্র, মৌসুমে ব্যবসার টার্গেট ৩ কোটি
নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে পুরাতন কাপড়ের বাজার। যেখানে ১০ টাকা থেকে শুরু করে পাওয়া যায় দুই হাজার টাকার শীতের কাপড়। তবে মৌসুমের শুরুতে বেচাকেনা কিছুটা কম- বলছেন বিক্রেতারা। ডলারের দাম বেড়ে যাওয়া প্রতিটি পুরনো কাপড়ের বেল্টে দাম বেড়েছে পাঁচশো থেকে ২ হাজার টাকা পর্যন্ত। চলতি মৌসুমে প্রায় তিন কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের।