সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা
আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোন পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।
জাপানের সুপারশপ কিনছে কানাডার প্রতিষ্ঠান
জাপানি সুপারশপ চেইন 'সেভেন-ইলেভেন' কিনতে আগ্রহ প্রকাশ করেছে কানাডার সুপারশপ জায়েন্ট 'অ্যালিমেন্টেশন কুশ-টার্ড'। সোমবার (১৯ আগস্ট) সেভেন-ইলেভেনের মালিকানাধীন প্রতিষ্ঠান 'সেভেন অ্যান্ড আই হোল্ডিং' জানায়, এ জন্য কুশ-টার্ড তিন হাজার ৮০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে রাজি আছে। জাপানের ইতিহাসে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের প্রস্তাব আসেনি বলে নিশ্চিত করেছে আই হোল্ডিং।