কাতারের আমিরের সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি। কাতারকে বাংলাদেশে এক বছরের জ্বালানি বাকিতে সরবরাহের প্রস্তাব দেওয়া হবে। কাতার আমিরের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানি সহায়তা সংকটের মুহূর্তে কাজে লাগলেও স্থায়ী সমাধানে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। সেজন্য নিজস্ব সক্ষমতার দিকেই নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।