সাতক্ষীরায় সফটশেল কাঁকড়া চাষের সফলতা, বিশ্ববাজারে রপ্তানি
বিশ্ববাজারে চাহিদার জন্য সফটশেল কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায়। প্রাকৃতিক উৎসের পাশাপাশি জেলায় গড়ে উঠেছে ৩৬৫টি খামার। কোভিডের ধকল কাটিয়ে ফের ফ্রোজেন সফটশেল কাঁকড়ার রপ্তানি বাড়ছে ইউরোপ ও আমেরিকারসহ বিভিন্ন দেশে। গেল বছর ৮ লাখ ২২ হাজার ডলার আয় হয়েছে। হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন করে খামারে সরবরাহ করা গেলে চাষ বাড়বে বলছে সংশ্লিষ্টরা।