স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রায় আসতে পারে বড় পরিবর্তন
স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ আলট্রাতে নতুন একাধিক পরিবর্তন আসতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দ্য_গ্লক্স অ্যাকাউন্ট থেকে আনরিলিজড এ ডিভাইসটির একটি ভিডিওসহ স্পেসিফিকেশন ফাঁস করা হয়। অ্যাকাউন্টটি থেকে আরও জানা যায়, এবারের ফ্ল্যাগশিপ ফোনটিতে স্যামসাং প্রায় নতুন ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। ফোনঅ্যারেনাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।