স্মার্টফোন চুরি রোধে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার
অ্যান্ড্রয়েড ভার্শন ১৬ বা তার উপরের যেকোনো ডিভাইসের জন্য এন্টি থেফট বা ফোন চুরি রোধ নতুন আপডেট আনছে গুগল। এই ফিচারটি ব্যবহারকারীর চুরি হওয়া ডিভাইসকে অপরাধীদের ব্যবহার করা আরও কঠিন করে তুলবে বলে জানিয়েছে গুগল। প্রযুক্তি ওয়েবসাইট ড্রয়েডলাইফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।