এআই চিপ রপ্তানিতে নতুন নীতিমালার সমালোচনা এনভিডিয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপে বাইডেন প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেছে প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া। কোম্পানিটি এর আগে সতর্ক করেছিল এ ধরনের নীতিমালা মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।