এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট নেড ফিঙ্কল বাইডেনকে এই নীতিমালা প্রণয়ন না করার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বৈশ্বিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।’ বার্তা সংস্থা রয়টার্সে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাইডেন প্রশাসনের নতুন এ বিধিনিষেধের মূল লক্ষ্য চীনের সামরিক সেক্টরে এআই চিপ ব্যবহার রোধ করা। রয়টার্স প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নতুন নীতিমালা নির্দিষ্ট কিছু দেশকে এআই চিপ আমদানি থেকে বিরত রাখবে। আর নির্দিষ্ট কিছু দেশে কী পরিমাণ কম্পিউটিং পাওয়ার বিক্রি করা হবে তা সীমাবদ্ধ করবে।
এনভিডিয়া বলছে, বাইডেন এ নতুন বিধিনিষেধ বিশ্বব্যাপী প্রযুক্তি অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে। অ্যামাজন, মাইক্রোসফট এবং মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি কাউন্সিলও এ বিষয়ে সতর্ক করে বলেছে, এ নীতিমালা মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিশ্বব্যাপী প্রযুক্তি বিক্রির সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে।