আপত্তি সত্ত্বেও ভারতে ‘এক দেশ এক ভোট’ বিল পাস
বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল পাস হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর) নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিলটি পাস হওয়ার পর সংসদে চলমান শীতকালীন অধিবেশনেই এটি পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়ে বলেছেন, সংসদে এ সংক্রান্ত বিলটি তুলে ধরলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।