কোভিড উনিশের মতো আরেকটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানোর করোনাভাইরাস আবিষ্কার করেছে চীন। গুয়াংঝু ল্যাবে করা গবেষণায় পাওয়া গেছে নতুন এই ভাইরাসের সন্ধান। এই ভাইরাসও করোনার মতো বাদুর থেকেই মানুষে ছড়ায়।