বস্তায় আদা চাষে বাণিজ্যিকভাবে লাভবান কৃষক
শেরপুরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বাড়তি খরচ, কীটনাশক ও সেচের প্রয়োজন না হওয়ায় বস্তায় আদা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে জেলায় ৬ লাখ ৩৩ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। যেখান থেকে আয় হবে ৬২ কোটি টাকার বেশি। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এ পদ্ধতিতে আদা চাষের পরিমাণ আরও বাড়ার আশা কৃষি বিভাগের।