চট্টগ্রামে আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু শনিবার
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে ১৪তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শনিবার (২০ এপ্রিল) শুরু হচ্ছে। এবার মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইমেন জোন, ফুড কোর্ট, স্টাটআপদের জন্য জোন থাকবে। মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন।