হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্সের
সামরিক বাহিনীর প্রধানের স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেয়ার পর লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। গেল ছয় দিনে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬২০ জনে। এদিকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তাদের মিত্রদেশগুলো। ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছে ফ্রান্স।