ইসরাইলের-আত্মরক্ষা
নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সিরিয়ায় ধারাবাহিক হামলা ইসরাইলের!

নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সিরিয়ায় ধারাবাহিক হামলা ইসরাইলের!

তাহরির আল শামের মতো উগ্রপন্থি সংগঠনের হাতে কোনোভাবেই যেন মারাত্মক অস্ত্র না পৌঁছায়, তা নিশ্চিত করতেই সিরিয়ায় একের পর এক হামলা করছে ইসরাইল। যদিও তেল আবিবের এমন দাবির সাথে দ্বিমত পোষণ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের যোগসাজশ রয়েছে এমন কোনো প্রতিবেশি রাষ্ট্র ইসরাইলের জন্য আর নিরাপদ নয়। এই মুহূর্তে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তেল আবিব সিরিয়ায় হামলা চালাচ্ছে বলেও মত তাদের। বিশ্লেষকদের দাবি, সিরিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করাই নেতানিয়াহুর অন্যতম প্রধান উদ্দেশ্য।