ইসরাইলি বাহিনীর বোমা হামলায় দু'টি স্কুলে ৩০ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজার দু'টি স্কুলে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বোমা হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই দু'টি স্কুলে ভয়াবহ ওই বিমান হামলা চালানো হয়। এদিন, মধ্যগাজার দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলার খবর পাওয়া গেছে। এরমধ্যেই মিশরে আবারও ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতির আলোচনা। ইরান-ইসরাইল-লেবানন ত্রিমুখী যুদ্ধের আশঙ্কার মধ্যে ইসরাইল অভিমুখে ড্রোন ছুঁড়ছে লেবানন ভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।