মিনিয়াপলিস থেকে ইমিগ্রেশন এজেন্ট সরিয়ে নেয়ার পরিকল্পনা হোয়াইট হাউজের
দুই মার্কিন নাগরিককে হত্যা ও বিক্ষোভের জেরে এবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে কিছু সংখ্যক ফেডারেল ইমিগ্রেশন এজেন্ট সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। তবে এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে অভিবাসন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করতে হবে এমন শর্ত দিয়েছেন ট্রাম্পের সীমান্ত সুরক্ষা বিষয়ক পরিচালক টম হোম্যান। তবে আংশিক নয় পুরো দেশজুড়ে আইসিই এজেন্টদের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মিনিয়াপলিসের গভর্নর জ্যাকব ফ্রে।