ইউরোপে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম
ইউরোপে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। বিশেষ করে ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর থেকেই এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও জ্বালানি বিশেষজ্ঞদের দাবি হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীল হলেও, কিয়েভ যে এই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তাব্যক্তিরা আগে থেকেই জানতেন। আর গ্যাস ট্রানজিট বন্ধ করায় ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্লোভাকিয়া।