রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে সমানে প্রাণ হারাচ্ছেন উত্তর কোরীয় সেনারা। তাদের নিরাপত্তা নিয়ে কোনো বিকার নেই রাশিয়া কিংবা উত্তর কোরিয়া কর্তৃপক্ষের। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, রুশ সেনারাও কোনোরকম সুরক্ষা দিচ্ছে না উত্তর কোরীয় সেনাদের। এদিকে, যুদ্ধক্ষেত্রে মস্কো শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলছেন, প্রয়োজনে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। যুদ্ধের তিন বছরে এসে সম্মুখসারিতে রুশ সেনাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না ইউক্রেনীয় সেনারা।