দেশি মাছ শূন্য আড়িয়াল খাঁ, জেলে কমেছে পাঁচ চতুর্থাংশ
দেশের মোট ১১৮ প্রজাতির দেশীয় মাছ বিপন্ন অবস্থায় রয়েছে। খাল, বিল ও নদীতে এখন আর আগের মতো দেখা মেলে না টেংরা, পুটি, বোয়াল, ভেটকি, বাইম ইত্যাদি মাছের৷ এই অবস্থায় গত ১০ বছরে নরসিংদীতে পেশাদার জেলের সংখ্যা কমেছে পাঁচ চতুর্থাংশ। তবে, চাষের মাছে লাভের মুখ দেখছেন জেলার চাষিরা। জেলায় বছরে চাষ হচ্ছে প্রায় হাজার কোটি টাকার মাছ।