রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে দাবি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, লড়াই এখনো শেষ হয়নি। এছাড়া সকালে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ফ্যাসিবাদিদের যারা রক্ষার চেষ্টা করবে; তারা স্বাধীনতাবিরোধী।