ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কর্মসূচির শেষ দিন, নতুন দাবিতে আন্দোলনের ঘোষণা
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় চলমান তিন দিনের আন্দোলনের শেষ দিনে সড়কে চাপ কিছুটা কম থাকলেও উত্তেজনা বিরাজ করছে। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কিছু এলাকায় সাময়িক অবরোধের পর তা তুলে নেয়া হলেও স্থানীয়দের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। আন্দোলনকারীরা নতুন করে পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।