লাভজনক হওয়ায় ধান চাষ কমিয়ে আলু চাষে ঝুঁকছেন নাটোরের চলন বিলের কৃষকরা। গতবছর আলুর দাম ভালো পাওয়ায় এবার বেড়েছে আবাদও। এদিকে, আলুর শীতজনিত রোগবালাই দমনে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।