এস আলম গ্রুপের ছয় ব্যাংকের পে অর্ডার নিচ্ছে না শিপিং এজেন্টরা
এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ছয়টি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারছেন না। সেই সঙ্গে এসব ব্যাংকের পে অর্ডারও নিচ্ছেন না শিপিং এজেন্টরা। এমনকি অন্য ব্যাংকে ফান্ড বা তহবিল স্থানান্তর করতেও পারছেন না ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক।