২৮১ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে গড়ে উঠছে বিশেষায়িত সাত হাসপাতাল
২৮১ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে গড়ে উঠছে বিশেষায়িত সাতটির বেশি হাসপাতাল ও ইউনিট। শেষ হয়েছে বেশিরভাগ কাজ। তবু নির্মাণ-হস্তান্তর, বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য স্টাফ নিয়োগ জটিলতায় কাজে আসছে না অধিকাংশই। দাপ্তরিক জটিলতা কাটিয়ে হাসপাতালগুলো চালু করা গেলে আমূল পরিবর্তন আসবে রাজশাহীর চিকিৎসা ব্যবস্থায়। কমবে ঢাকা বা বিদেশে চিকিৎসা নেবার বাড়তি খরচ।