নাব্যতা সংকট ও দূষণের প্রভাব পড়েছে ইলিশের বংশবিস্তারে
গভীর সাগর থেকে ইলিশ নদ-নদীতে দলগতভাবে আসে বংশবিস্তারের জন্য। তবে নাব্য সংকট, পলিথিন বর্জ্যসহ নানা দূষণের প্রভাব পড়ছে ইলিশের বংশবিস্তারে। সরকারিভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মাছের বিচরণ ও উৎপাদন বাড়াতে নদীর ডুবোচর অপসারণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপের দাবি জেলেদের। খুব দ্রুত নদ-নদীর পরিবেশ রক্ষায় পদক্ষেপ না নিলে মৎস্য খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের।