আরজি কর কাণ্ডে বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের দুর্নীতি
হত্যার তদন্তকে ঘিরে কলকাতার আরজি কর হাসপাতালের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে যেসব দুর্নীতির খবর ক্রমশ সামনে আসছে, তাতে আশঙ্কা আরও জোরালো হচ্ছে। মেডিকেল শিক্ষার সঙ্গে বহু বছর ধরে যুক্ত প্রবীণ চিকিৎসকদের বড় অংশের মতে, পচেগলে যাওয়া গোটা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া মুক্তির পথ নেই।