বিশ্বকাপ শুরুর অন্তিম মুহুর্তে নিজেদের ঝালাই করে নেয়ার শেষ সুযোগ বাংলাদেশ-ভারত ক্রিকেট দলের সামনে। আগামীকাল (শনিবার, ১ জুন) নাসাউ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্তদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ বাতিল হয়। তবে শহর পরিবর্তনে নিউইয়র্কের ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার আর নেই সে শঙ্কা। তবে নেটে প্রস্তুতি নিয়ে ভারত দলের আছে অসন্তুষ্টি।