'সব রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবে সরকার'
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সকল রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবে এবং বিএনপির পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে আমরা একটা যৌক্তিক সময় দিচ্ছি তত্ত্বাবধায়ক সরকারকে। এই যৌক্তিক সময়ের মধ্যেই সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে। তিনি বলেন, 'আমরা প্রত্যাশা করছি জনগণের কথা চিন্তা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মান দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছেই হস্তান্তর করবেন।'