অ্যামনেস্টি-ইন্টারন্যাশনাল

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল নতুন এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে জাতিগত নিধনেরও অভিযোগ তুলেছে ফিলিস্তিনি পর্যবেক্ষক। এদিকে, গাজার নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিতে ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী।

শান্তিচুক্তির নির্দেশনা প্রত্যাখান নেতানিয়াহুর

ইসরাইলি আগ্রাসনে গাজায় হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমন বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অসংখ্য শিশু। বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে এই সংকটটি বড় ধরনের উদ্বেগের কারণ বলে জানিয়েছে জাতিসংঘ।