নির্বাচনের আগে ভারতের 'পেঁয়াজ রাজনীতি'
চলতি বছর কমেছে প্রতিবেশি ভারতে ফল ও সবজিসহ প্রায় সব ধরনের রবি শস্যের উৎপাদন। বিশেষ করে ফলন কমেছে আলু ও পেঁয়াজের। অস্থির কৃষিপণ্য হিসেবে পরিচিত পেঁয়াজের উৎপাদন কমেছে প্রায় ১৬ শতাংশ। এমন পরিস্থিতিতে ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেবার নেপথ্যে কারণ হিসেবে দেখা হচ্ছে, দেশটির ১৮তম সাধারণ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার চেষ্টাকে।