মূল্যস্ফীতির অবস্থা দেখেই মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক
প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দেয়ার পরামর্শ
মূল্যস্ফীতি কমানোর মত বড় চ্যালেঞ্জ নিয়ে ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদ আরো ১ থেকে ২ শতাংশ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দিতে বলছেন বিশ্লেষকরা। তবে পতিত আওয়ামী সরকার বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। তাই জনদুর্ভোগকেই প্রাধান্য দিতে বলছেন তারা।
অবকাঠামো উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ
কারসাজির তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক
আওয়ামী লীগের ১৫ বছরে ডলারের দাম বাড়ে ৮০ শতাংশের বেশি। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি ডলার পাচারে, যার প্রভাবে তলানিতে নেমে আসে রিজার্ভ। এতে কয়েক দফা সমন্বয় করা হয় দাম। ডলারের দাম বৃদ্ধিতে বৃদ্ধি পায় মূল্যস্ফীতি। এরপরও পুনরায় বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এজন্য খোলাবাজারকে দায়ী করা হলেও সরবরাহ কম থাকার কথা বলছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। আর কারসাজির তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি
হাট বাজারের খরচে হিমশিম খাচ্ছেন স্বল্প ও সাধারণ আয়ের মানুষ। গত ১৫ বছরে আয় যে পরিমাণ না বেড়েছে তার চেয়ে খরচ বেড়েছে কয়েকগুণ। আর এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু সামষ্টিক অর্থনীতি নয়, আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী সিদ্ধান্তে ব্যাংক ও শেয়ারবাজারের তারল্য এবং আস্থাও তলানিতে নেমেছে বলে জানিয়েছেন তারা।