করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় টিকা দিতে অস্বীকৃতি জানালে অস্ট্রেলিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞায় পড়েনে জকো।
পরবর্তীতে তাকে থাকতে হয় মেলবোর্নের একটি হোটেলে। সেখানেই খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়ার এমন অভিযোগ করেন সার্বিয়ান এই খেলোয়াড়।
সে সময় অসুস্থও হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সার্বিয়ায় ফিরে স্বাস্থ্য পরীক্ষার পরই শরীরে সীসা এবং পারদ পাওয়ার বিষয়টি নিশ্চিত হন সর্বোচ্চ গ্রান্ডস্লাম জয়ী জকো।
যদিও সেবার আসরে খেলতে পারেননি তিনি। ভিসাও বাতিল করে দেয়া হয় ৩৭ বছর বয়সী জকোর।
এদিকে পেটে চোট থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নাওমি ওসাকা।
এর আগে অকল্যান্ড ক্লাসিকোর ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন চার বার গ্রান্ডস্লাম জয়ী এই খেলোয়াড়।