অন্য সব খেলা
এখন মাঠে
0

ড্রেসকোড নিয়ম ভাঙায় খেলতে দেয়া হয়নি দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে

ড্রেসকোড নিয়ম ভাঙায় শীর্ষ দাবা টুর্নামেন্ট নিউইয়র্ক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়লেন ম্যাগনাস কার্লসেন।

নিয়ম অমান্য করায় বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে তাৎক্ষণিকভাবে আর্থিক দণ্ডের পাশাপাশি দাবা চ্যাম্পিয়নশিপের আসর থেকে বাদ দেয়া হয়েছে।

দীর্ঘকাল থেকেই দাবার আসরে জিন্স পরিধান করা নিষিদ্ধ। কার্লসেন সেটা অমান্য করলে তাকে পোশাক পরিবর্তন করার অনুরোধ করা হয়।

কিন্তু দাবার বর্তমান চ্যাম্পিয়ন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত পোশাক নীতিমালার জন্য ২৪ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে এই দাবাড়ুকে।

অষ্টম রাউন্ডে এমন ঘটনার পর নবম রাউন্ডে তাকে রাখেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এরপর ৩৪ বছর বয়সী নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা থেকে নিজের নাম সরিয়ে নেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!