অন্য সব খেলা
এখন মাঠে
0

এটিপি ট্যুর ফাইনাল থেকে নাম তুলে নিলেন জকোভিচ

চোট বা ইনজুরি শেষ করে দিতে পারে একজন কিংবদন্তীকে। চোটের কারণে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচদের জায়গায় টেনিসে অ্যালকারাজ, ইয়ানিক সিনারদের রাজত্ব শুরু হয়েছে। চলতি বছরে গ্র্যান্ডস্লামে অ্যালকারাজ, জেনিক সিনারদের বিপক্ষে খারাপ সময়ের পর এবার এটিপি ট্যুর ফাইনাল থেকে নাম তুলে নিয়েছেন নোভাক জকোভিচ।

আধুনিক যুগের টেনিসে রজার ফেদেরার ,রাফায়েল নাদাল নোভাক জকোভিচদের মতো তারকাদের আবিষ্কার করা কঠিন। একদিকে খেলার গতি অন্যদিকে একের পর এক শিরোপা জয়ে সমর্থকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে এই তারকা টেনিস খেলোয়াড়রা। চোখ ধাঁধানো দীর্ঘক্ষণের র‌্যালি করা ফেদেরার চোটের কারণে ৭৮ ফিট দৈর্ঘ্যের ২৭ ফিট প্রস্থের কোর্টকে ২০২২ সালে বিদায় জানান।

এদিকে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। পুরোপুরিভাবে টেনিস কোর্ট থেকে এখনও বিদায় না নিলেও ২০২২ এর পর বড় কোনো শিরোপা জয়ের রেকর্ড নেই রাফার। সেই ২০০৮ সালে শীর্ষ বাছাইয়ের পর আর কখনও জায়গা করতে পারেননি এই স্থানে। কোর্ট কাঁপানো এই তারকারও বিদায় ঘণ্টা বাজা শুরু হয়েছে। চলতি মাসে ডেভিস কাপ দিয়ে শেষবার খেলবেন স্পেনের জার্সি গায়ে।

টেনিস জগতে আরও এক বড় নাম নোভাক জকোভিচ। ইতিহাস আর রেকর্ডের পাহাড়ে নিজের নামকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। রাফাকে পেছনে ফেলে সর্বোচ্চ ২৪টি গ্রান্ডস্লাম জয়ের রেকর্ডের তালিকায় নাম লেখান। তবে চোটের কারণে গেলো বছরের তুলনায় এবছর ছিলেন অনেকটা আড়ালে। গ্রান্ডস্লামের মঞ্চে জেনিক সিনার কার্লোস অ্যালকারাজের কাছে হার মেনেছেন অনায়াসে।

এবার বছরের শেষ এটিপি ট্যুর ফাইনাল থেকে নাম তুলে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। শীর্ষ বাছাই তালিকা থেকে অনেক আগেই বিচ্যুতি ঘটেছে নোভার। এই প্রতিযোগিতায় না খেললে প্রভাব পড়তে পারে ক্রমতালিকায়। বর্তমান র‌্যাংকিং পাঁচে অবস্থান সার্বিয়ান এই তারকার।

এসএস