অন্য সব খেলা
এখন মাঠে
0

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে টেলর ফিতজ

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালের টিকিট কেটেছেন টেলর ফিতজ। এর আগে টেলর আসরে আটবার খেললেও কোয়ার্টার ফাইনাল ছিল তার সর্বোচ্চ অর্জন।

এবার তা অনেক আগেই পার করে ট্রফি জয়ের পথে যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড়।

অন্য সেমিতে জ্যাক ড্রেপারের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন শীর্ষ বাছাই জেনিক সিনার। এবারই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ চারে খেলার অভিজ্ঞতা হয়েছে জ্যাকের। খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন।

এরপরও লড়াই চালিয়ে যাওয়া ব্রিটিশ এই খেলোয়াড়কে সিনারের হারাতে সময় লাগে তিন ঘণ্টা। শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর বাছাইয়ের সামনে হার মেনে বিদায় নেন ২২ বছর বয়সী জ্যাক।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর