অন্য সব খেলা
এখন মাঠে
0

প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় না করেই বছর শেষ জোকোভিচের

ইউএস ওপেনের ফের অঘটন। কার্লোস অ্যালকারাজের পর আসর থেকে বিদায় নিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।

তৃতীয় রাউন্ডেই শেষ নোভাক জোকোভিচের যাত্রা। অ্যালেক্সি পোপিরিনের কাছে জকো হারেন ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ ব্যবধানে।

প্রথম দু'টি সেটে হারের পর তৃতীয় সেটে ম্যাচে ফিরেছিলেন জোকোভিচ। কিন্তু চতুর্থ সেটে হেরে বিদায় নেন প্যারিস অলিম্পিক স্বর্ণজয়ী এই সার্বিয়ান তারকা।

এই হারের সঙ্গে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ও টেনিস ক্যারিয়ারে ১০০তম ট্রফি জয়ের স্বপ্ন শেষ জকোর। তাতে এসব জেতার অপেক্ষার প্রহর আরও বাড়লো সার্বিয়ান এই টেনিস তারকার।

গেলো বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও ২০১৭ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যাম ছাড়া বছর শেষ করলেন জোকোভিচ।

tech

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!