অন্য সব খেলা
এখন মাঠে
0

চলমান পরিস্থিতিতে গুলিস্তানে স্পোর্টস মার্কেটে বিক্রি কমেছে কোটি টাকা

দেশে চলমান পরিস্থিতিতে বিক্রি কমেছে ক্রীড়া সামগ্রীর। ব্যবসায়ীদের দাবি, শুধু রাজধানীর গুলিস্তানে স্পোর্টস মার্কেটেই দৈনিক বিক্রি কমেছে প্রায় কোটি টাকা। এই অবস্থার দ্রুত উত্তরণ চান তারা।

গুলিস্তান খেলাধুলা সামগ্রী আর জার্সির স্বর্গরাজ্য। ফুটপাত থেকে শপিং সেন্টার সবখানেই এসবের দোকান।

মোহাম্মদ শাহজাহান, গুলিস্তানের ফুটপাতে দোকান করছেন দীর্ঘদিন। তবে এমন পরিস্থিতি তার কাছে নতুন। ব্যবসায় নেমেছে মন্দা। স্বাভাবিক সময়ে তার দৈনিক আয় ছিল ১৫ থেকে ২০ হাজার টাকা সেটি নেমেছে ৩-৪ হাজারে।

তিনি বলেন, ‘বন্ধ থাকার কারণে আয় কমে গিয়েছে।’

একই অবস্থা দেশের অন্যতম বড় খেলাধুলা সামগ্রীর গুলিস্তান পাইকারি ও খুচরা মার্কেট। সেখানে কমে গেছে বেচাকেনা। দোকানিরা দিনের খরচই তুলতে হিমশিম খাচ্ছেন।

বিক্রেতাদের একজন বলেন, ‘আজকে যেমন ১ হাজার টাকা বিক্রি করেছি সেখানে লাভ হবে ৫০ থেকে ৬০ টাকা। আর সেখানে ৪ হাজার টাকা প্রতিদিনের খরচ আছে।’

আরেকজন বিক্রেতা বলেন, ‘এই কয়েকদিনে ১০ থেকে ১২ হাজার টাকা ঋণ হয়ে গিয়েছে। বিক্রি নেই তেমন।’

তবে কারফিউ শিথিলবস্থায় অনেকেই আসছেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। রাস্তাঘাটে স্বস্তিতেই চলাফেরা করতে পারছেন।

কিছু ক্রেতা কেনাকাটা করতে আসলেও পাইকারি ও ঢাকার বাইরের ক্রেতা সমাগম নেই বললেই চলে। গেল কদিন বন্ধ থাকা অবস্থায় শুধু গুলিস্তান স্পোর্টস মার্কেটের দৈনিক ক্ষতি প্রায় কোটি টাকা বলে জানান মার্কেটের সভাপতি।

গুলিস্থান স্পোর্টস মার্কেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিন আমাদের ক্ষতি হচ্ছে ১ কোটি টাকার উপরে। পাইকারি ও ঢাকার বাইরের ক্রেতাদের সমাগম কম।’

ব্যবসায়ীক এই ক্ষতি সামলে নেয়ার জন্য দ্রুততম সময়ে স্বাভাবিক পরিস্থিতি চান ব্যবসায়ীরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
পাকিস্তানে বিক্ষোভ: প্রাণ গেছে ৭ জনের

যেভাবে জুলাই বিপ্লবের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
যেভাবে জুলাই বিপ্লবের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্বাভাবিক হচ্ছে মণিপুর, খোলা হয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান

থমথমে মণিপুর, ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

ব্যবসায়িক পরিবেশকে প্রাধান্য দিলে সংকট দূর হবে, মত ব্যবসায়ীদের

মঙ্গলবার ভোর ৬টায় উঠছে কারফিউ, খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-কারখানা

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের

জনগণের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান

চলছে কারফিউ, আজ থেকে তিনদিনের সাধারণ ছুটি

কারফিউ চলাকালীন ঘর থেকে বের হলেই আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার

সন্ধ্যা ৬ টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ

প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে কারফিউ অব্যাহত থাকবে