প্যারিসে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন। যেখানে মোট ৩২টি ডিসিপ্লিনে অংশ নেবেন এসব অ্যাথলেটরা। ১৬ দিনের এই আসরের সমপ্তি ঘটবে ১০ই আগস্ট।
এই আসরকে সামনে রেখে এরইমধ্যে উৎসবের নগরীতে পরিণিত হয়েছে প্যারিস। শুধু তাই না, শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল মনিটরের মাধ্যমে ক্ষণ গণনার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতি দুই বছর পর পরই আয়োজিত হয় অলিম্পিক গেমসের এই আসর। এর আগে সবশেষ ২০২২ সালে চীনের বেইজিংয়ে বসেছিল অলিম্পিক গেমস।